Speech of Principal

 “It is information which is power” অর্থাৎ “তথ্যই শক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইতোমধ্যে সংযুক্ত হয়েছে তথ্যপ্রযুক্তি মহাসড়ক (Information Technology Super Highway) নামক সাবমেরিন ক্যাবল লিংকের সাথে। এ লিংকের সাথে বাংলাদেশের যুক্ত হওয়াটা আমাদের জন্য সত্যি শুভ বার্তা বয়ে এনেছে। এর ফলে বাংলাদেশ সরাসরি যুক্ত হয়েছে Global Village এর সাথে এবং সূচনা হয়েছে এক নতুন দিগন্তের। অর্থনীতিতে এসেছে নতুন জোয়ার। স্বাস্থ্য, কৃষি, শিল্প, শিক্ষা সকল ক্ষেত্রে এসেছে নতুনত্ব। দেশে Global Telecommunication Network-এর প্রসারও এই সাবমেরিন ক্যাবল লিংকের সুবাদেই ঘটেছে। এর ফলে উম্মোচিত হয়েছে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগানোর মধ্য দিয়ে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব। বর্তমানে প্রযুক্তির প্রভাবে দেশের আপামর মানুষের চিন্তা এবং মননশীলতারও ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। সরকারি সদিচ্ছা আর দেশীয় বিশেষজ্ঞদের নতুন নতুন উদ্ভাবন ও অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ একদিন উন্নত দেশগুলোর কাতারে স্থান করে নেবে - বলে বিশ্বাস করি। তাড়াশ ডিগ্রী কলেজের ডায়নামিক ওয়েবসাইটটি তথ্যপ্রযুক্তির আধুনিকতম সংযোজন। শিক্ষাবিষয়ক তথ্য হাতের নাগালে আনার এ প্রচেষ্টা সকল শিক্ষার্থীর মেধাকে উৎকর্ষের কাছাকাছি নিয়ে যাবে বলে আশা করছি। এ কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ প্রযুক্তির স্পর্শে বিকশিত হোক; এ শুভ কামনা রইল।

অধ্যক্ষ

মো. মনিরুজ্জামান