About Us

তাড়াশ ডিগ্রী কলেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঐতিহাসিক চলনবিলের প্রাণকেন্দ্র তাড়াশে উচ্চ শিক্ষালাভের সুযোগ ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের আকাঙ্খা থেকে তাড়াশ উপজেলা সদরে মুক্তিযুদ্ধের চেতনায় ১৯৭২ ইং সালে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব: বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলন (সাবেক এমপি), বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান (সাবেক এমপি), বীর মুক্তিযোদ্ধা ড. হোসেন মনসুর (সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), বীর মুক্তিযোদ্ধা এম. মোবারক হোসেন (সাবেক ইউপি চেয়ারম্যান), বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান ( কোম্পানি কমান্ডার, পলাশডাংগা যুবশিবির এবং সাবেক ইউপি চেয়ারম্যান) ও শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তিগনের প্রচেষ্টায় “তাড়াশ মহাবিদ্যালয়” নামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে উচ্চ শিক্ষার জন্য পর্যায়ক্রমে ডিগ্রী পাস ও ৬টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে।উচ্চ মাধ্যামিক সহ সকল পর্যায়ে নিয়মিত ক্লাস ডিজিটাল হাজিরা এবং অনুপস্থিত কালে অভিভাবকের নিকট ক্ষুদ্র বার্তা মারফত অবহিত করা হয়।কলেজ ক্যাম্পাস ও ক্লাসরুম সিসি ক্যামেরার আওতাভূক্ত। বর্তমানে কলেজে ২৩টি বিভাগ/বিষয়ে ৯০জন শিক্ষক/কর্মচারীসহ প্রায় ২০০০ এর অধিক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে।এছাড়াও আধুনিক রাসেল ল্যাব ও বিজ্ঞানাগারসহ শিক্ষার মনোরম পরিবেশ বিদ্যামান। কলেজের বিগত দিনের পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। যথেষ্ট অবকাঠামো, খেলার মাঠ ও কলেজের নিজস্ব জমির পরিমাণ প্রায় ৩৩ বিঘা। কলেজটি প্রতিষ্ঠার ফলে চলনবিল অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠির সন্তানেরা মানসম্মত উচ্চশিক্ষা লাভ করে আধুনিক সমাজে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে।